বিনোদন বার্তা



মাজনুন পাওলি দামকে বিয়ে করছেন !



ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান এবার চলচ্চিত্রে নিয়মিত হতে যাচ্ছেনএর আগে হুমায়ূন আহমেদের বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করলেও কোথাও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি তাকেতবে এবার একেবারে অ্যাকশান হিরো হিসেবেই আবির্ভূত হচ্ছেন তিনিতার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় চিত্রনায়িকা পাওলি দামচলচ্চিত্রের নাম ‘দাবাড়ু’দাবাড়ু হিসেবেই পর্দায় দেখা যাবে মিজানকেতবে দাবা খেলোয়াড় হিসেবে নয়পুলিশ অফিসার হিসেবে অপরাধ জগতের সঙ্গে দাবা খেলে জিততে চলেছেন এ অভিনেতাচলচ্চিত্রের গল্পে তাই প্রতিমুহূর্তেই টান টান উত্তেজনা থাকছে বলে জানান তিনিসমাজের অনৈতিক সব কর্মকাণ্ডের হোতাদের সঙ্গে দুর্নীতিবান পুলিশ হিসেবে মিশে তাদের সব গোপন খবর বের করে আনেন তিনিসেখানেই দেখা হয় সরকার বাড়ির মেয়ে পাওলি দামের সঙ্গেসরকার বাড়ির সঙ্গে যখন বিরোধ চরমে তখন পাওলি দামকে একদিনের মধ্যে বিয়ে করার আলটিমেটাম দেন মিজানগল্পটি তখনই চরম পরিণতির দিকে গড়ায়
পাওলি দামকে কবে বিয়ে করতে যাচ্ছেন মিজান? এমন প্রশ্নের জবাবে হেসে উত্তর দেন তিনিবলেন, ‘অক্টোবরেচলচ্চিত্রের প্রথম অংশের শ্যুটিং শেষআরও কিছু শ্যুটিং ঈদের পরএরপরই পাওলি দাম ঢাকায় আসছেন তার চরিত্রটিতে অভিনয়ের জন্যআমি আশা করি কাজটি দর্শক উপোভোগ করবেন’নিজের চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে মিজান বলেন, ‘আমার অভিনয়ে আসাই হচ্ছে ফিল্মে কাজ করার জন্যসে উদ্দেশ্যই সফল হতে যাচ্ছেআমি নিয়মিত বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করতে চাইএরপর একই পরিচালকের আরও একটি চলচ্চিত্রে কাজ করছি আমিচলচ্চিত্রটির নাম “নয়াচর”ওই চলচ্চিত্রে আমার সঙ্গে কাজ করছেন নওশাবাএটি একটি চিরায়ত প্রেমের ছবি’নিজের সাম্প্রতিক ব্যাস্ততার কথা জানতে চাইলে মিজান বলেন, ‘ঈদের কাজ নিয়ে ব্যাস্ত আছিমাহফুজ আহমেদ, অরণ্য আনোয়ার, নাহিদ আহমেদ পিয়াল, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, শাহিন কবির টুটুল, শামিম আহমেদ রনি, শাহিন খানের পরিচালনায় বেশ কিছু নাটকে কাজ করেছিএর মধ্যে মাহফুজের ‘বুনো চালতার গাঁ’র সিক্যুয়েল হিসেবে ছয়পর্বের নাটকটি উল্লেখযোগ্য কাজএ কাজটি অনেক সিরিয়াস হয়েছেএছাড়া টিভিতে মাজনুন মিজান অভিনিত যে ধারাবহিকগুলো বর্তমানে চলছে তা হলো- এশিয়ান টিভিতে ‘কাঁচের ক্যানভাস’ এবং ‘বিশাখা’, বাংলাভিশনে ‘কর্তাকাহিনী’,এনটিভিতে ‘কর্পোরেট’, এটিএন বাংলায় ‘মেয়েটি এখোনো গন্তব্য জানে না’







অবাক করলেন পুনম





বিনোদন ডেস্ক : সবাইকে অবাক করলেন বলিউডের আলোচিত মডেল পুনম পাণ্ডে সম্প্রতি পুনম পাণ্ডের প্রশংসা করতে গিয়ে এমনটাই জানিয়েছেন পরিচালক অমিত সাক্সেনারজানা যায়, জিসম চলচ্চিত্র খ্যাত পরিচালক অমিত সাক্সেনার নতুন চলচ্চিত্র নেশা চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হচ্ছে টুইটার রানী নামে পরিচিত পুনম পাণ্ডেরআর এতে পুনম পাণ্ডের অভিনয়ের প্রশংসা করতে গিয়ে অমিত জানান, তিনি পুনমের কাজে আশ্চর্য হয়েছেনঅমিত বলেন, প্রথমে যখন আমি সবাইকে জানাই যে পুনম পাণ্ডে এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তখন অনেকেই আপত্তি করেছিলআমার মনে আছে, প্রথম রিহার্সালের দিন আমিও খুব ভয় পেয়েছিলাম এবং খুব নার্ভাস হয়ে গিয়েছিলামকিন্তু ধীরে ধীরে পুনম নিজেকে তৈরি করেছে এবং তার কাজে সবাই খুব অবাক হয়েছেতিনি আরো বলেন, আমি তাকে প্রচুর প্রাকটিস করিয়েছিপ্রায় প্রতিটি দৃশ্যে রিহার্সাল করানো হয়েছে তাকেআমি সেটে সহজ এবং সাবলীল করে হাজির করেছি তাকেতবে আমি তার কাছে যা আশা কারিনি তাই পেয়েছিসত্যিই পুনম আমাকে আশ্চর্য করেছে










 

No comments: