Friday, July 19, 2013

‘শিগগিরই ফিরছেন তারেক’

ডজনখানেক মামলা মাথায় নিয়ে লন্ডনে অবস্থানরত তারেক রহমান সুস্থ হয়েশিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
লন্ডনের হাউজ অব পার্লামেন্টে বাংলাদেশ ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে দেশে ফিরে বিমানবন্দরে এই কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরফখরুল বলেন, লন্ডনে চিকিৎসাধীন তারেক রহমানের সঙ্গে আমি দেখা করেছিতার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছিতারেক রহমান অনেকটা সুস্থ হয়ে উঠেছেনপুরোপুরি সুস্থ হয়ে তিনি শিগগিরই দেশে ফিরবেন
তরেক রহমানের রাজনীতিতে সক্রিয় হওয়া প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শের ওপর বিষয়টি নির্ভর করছে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে তার দল এখনো আশাবাদীদেশের মানুষ চাইলেই নির্দলীর সরকারের অধিনে নির্বাচন হবেএদিকে, সফরকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বেশ  কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে  আলোচনা হয়েছে বলে বিএনপির একটি সুত্র জানিয়েছে

No comments: