পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের
যাতায়াত সুবিধার্থে সিলেটসহ সারাদেশে ট্রেন ও বাসের অগ্রিম টিকেট বিক্রি ২৬ জুলাই
শুক্রবার থেকে শুরু হয়েছে।
সিলেট রেল স্টেশনে সকাল ৯টা থেকে টিকেট বিক্রি শুরু হয়। প্রথমদিন বিক্রি করা হয়েছে ৪ আগস্টের ট্রেনের টিকেট;
কিন্তু
ঈদের ছুটির বেশি আগে হওয়ায় ওইদিনের টিকেটের চাহিদা ছিল খুব কম। দুপুর
পর্যন্ত সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম পথে মাত্র ৩৬টি করে টিকেট বিক্রি হয়। তবে সিলেট রেল স্টেশন কর্র্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ২৭ ও ২৮ জুলাই
৬ ও ৭ আগস্টের টিকেটের জন্যে প্রচণ্ড চাপ থাকবে। কর্মকর্তারা
জানান, সিলেট
থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের টিকেটের খুব বেশি সংকট হয়না। তবে
যাত্রীসেবা আরো
নির্বিঘ্ন
করতে সিলেট-চট্টগ্রাম পথে ট্রেনের বগি বাড়ানোর প্রয়োজন রয়েছে।
এদিকে সিলেট থেকে বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাসের অগ্রিম
টিকেট বিক্রিও
শুরু হয়ে গেছে। তবে এখনো বেচাবিক্রি তেমন নেই বলে বাস
কর্তৃপক্ষ জানিয়েছে।
অন্যদিকে বাসের ভাড়া প্রায় দ্বিগুণ নেয়া হচ্ছে বলে অভিযোগ
পাওয়া গেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বাস
মালিকরা যুক্তি দেখিয়েছেন, বছরের অন্য সময় বিভিন্ন গন্তব্যে যাত্রীদের আসা-যাওয়া
সমান থাকে বলে তাদেরকে লোকসান গুণতে হয়না; কিন্তু ঈদের মতো বড় উৎসবে যাত্রী
থাকে একমুখী। উৎসবের আগে মানুষ শুধু বাড়ি যায় আর
উৎসবের পর শুধু কর্মস্থলে ফেরে। অর্থাৎ
বিপরীত গন্তব্যের যাত্রী একদম থাকে না। তাই লোকসান
এড়াতে এসময় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের অনুমোদিত কিলোমিটারের
হিসেবে ভাড়া নেয়া হয়।
No comments:
Post a Comment