খেলাধুলা বার্তা



বিশ্বকাপ ২০১৫ নিশ্চিত করল আইরিশরা


 নেদারল্যান্ডসের সঙ্গে টাই করেও ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড বাছাইপর্বে দুই দলের প্রথম দল হিসেবে এই টিকিট পেল তারা

আয়ারল্যান্ড: ২৬৮/৫ (৫০ ওভার)
নেদারল্যান্ডস: ২৬৮/৯ (৫০ ওভার)
ফল: ম্যাচ টাই

হার না মানা সেরা ৯৬ রানের ইনিংস খেলে এড জয়েস আয়ারল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেনএছাড়া নিয়াল ওব্রায়ানের ৫০ ও পল স্টারলিংয়ের ৪৯ রানও অবদান রাখে

ব্যাট করতে নেমে ডাচরা ভড়কে দিয়েছিল আইরিশদেরতবে হার এড়িয়ে সমতা ফেরাতে শেষ দুই বলে চার ও ছয় হাঁকান সদ্য দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা মাইকেল রিপন

অবশ্য দ্বিতীয় দল হিসেবে টিকিট পাওয়ার সম্ভাবনা এখনও টিকে রয়েছে ডাচদের



 

No comments: