Thursday, July 18, 2013

বাবা গ্রেফতার,৫ মেয়ে ও নাতনীকে লাগাতার ধর্ষণ


বিশ্ব বার্তাঃ নিজের ৫ মেয়ে ও নাতনিকে লাগাতার ধর্ষণ করার অভিযোগে ৬৪ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশধৃত ব্যক্তির নাম বাবুলাল ধাকারবুধবার ভরতপুরের বায়ান শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশবাবুলালকে সমর্থন করার জন্য তার স্ত্রী শকুন্তলাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বায়ান পুলিশ স্টেশনের এসএইচও অশোক চৌহানধৃতদের ৩১ জুলাই পর্যন্ত আইনি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত
গত ২০ বছর ধরে নিজের ৫ মেয়েকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ রয়েছে বাবুলালের বিরুদ্ধেরয়েছে ৩ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগওসোমবার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মেয়েরাকীভাবে বাবা তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালাত তার বিস্তারিত বিবরণ তাঁরা দিয়েছেন অভিযোগেতাঁদের মাও বরাবরই বাবাকেই সমর্থন করে এসেছে বলেও জানিয়েছেন মেয়েরা
অভিযোগ, বয়ঃসন্ধির সময় থেকে শুরু করে বিয়ের পরও তাঁদের বাবার বিকৃত কামের শিকার হতে হয়েছেবিয়ের আগে দুই মেয়ে বাবার দ্বারা গর্ভবতীও হয়ে পড়েছিলেনপরে গর্ভপাত করান তাঁরাভরতপুরের পুলিশ সুপারিন্টেনডেন্ট অংশুমান ভোমিয়া জানান, এক মেয়ে বিয়ের মাত্র ১৫ দিন আগে গর্ভপাত করাতে বাধ্য হনএমনকী, নিজেদের অপরাধ ঢাকতে মেয়েদের ও তাদের শ্বশুরবাড়ির ওপরও দোষ চাপিয়েছেন বাবুলাল-শকুন্তলা
তবে অভিযোগকারিনীদের পাশে থাকার জন্য তাদের স্বামীদের বাহবা দিয়েছেন ভোমিয়া

No comments: