শাহবাগে অবরোধ, যানজটে অচল রাজধানী
তীব্র যানজটে আজ বুধবার রাজধানী ঢাকা প্রায় অচল হয়ে পড়েছে। কয়েকটি
এলাকায় সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে আছে হাজারো যানবাহন। চাকা ঘুরছে
না বললেই চলে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ৩৪তম বিসিএস
প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে
শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন কয়েক শ চাকরিপ্রার্থী। এতে ওই এলাকা দিয়ে
সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর বিরূপ প্রভাব পড়েছে রাজধানীর
অন্যান্য এলাকার সড়কেও।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ মোড় বন্ধ থাকায় রূপসী বাংলা হোটেল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, বনানী পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। খামারবাড়ি, মানিক মিয়া অ্যাভিনিউ, আগারগাঁও, আসাদগেট, শ্যামলী, ধানমন্ডি, নিউমার্কেট, নীলক্ষেত, কাঁটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। অপরদিকে কাকরাইল, প্রেসক্লাব, পল্টন পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে।
যানজট সামাল দিতে ট্রাফিক পুলিশদের হিমশিম খেতে দেখা গেছে। ভুক্তভোগী যাত্রী সোহেল রানার ভাষ্য, মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজার আসতে তাঁর দেড় ঘণ্টা লেগেছে।
মিরপুর থেকে শাহবাগের দিকে আসা যাত্রী কৌশিক চাকমা জানান, যানজটের কারণে অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার মীর রেজাউল করিম জানান, শাহবাগে অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট রাজধানীর অন্যান্য সড়কে পড়েছে। এই যানজট নিরসনের জন্য গাড়িগুলোকে অন্যপথ দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা করছেন। অবরোধ উঠে গেলে যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ মোড় বন্ধ থাকায় রূপসী বাংলা হোটেল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, বনানী পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। খামারবাড়ি, মানিক মিয়া অ্যাভিনিউ, আগারগাঁও, আসাদগেট, শ্যামলী, ধানমন্ডি, নিউমার্কেট, নীলক্ষেত, কাঁটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। অপরদিকে কাকরাইল, প্রেসক্লাব, পল্টন পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে।
যানজট সামাল দিতে ট্রাফিক পুলিশদের হিমশিম খেতে দেখা গেছে। ভুক্তভোগী যাত্রী সোহেল রানার ভাষ্য, মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজার আসতে তাঁর দেড় ঘণ্টা লেগেছে।
মিরপুর থেকে শাহবাগের দিকে আসা যাত্রী কৌশিক চাকমা জানান, যানজটের কারণে অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার মীর রেজাউল করিম জানান, শাহবাগে অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট রাজধানীর অন্যান্য সড়কে পড়েছে। এই যানজট নিরসনের জন্য গাড়িগুলোকে অন্যপথ দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা করছেন। অবরোধ উঠে গেলে যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।
No comments:
Post a Comment