সাহেল আহমদঃ বিচিত্র
এই পৃথিবীতে বিচিত্র সব জিনিস তৈরি করে মানুষ তাক লাগিয়ে দিচ্ছে গোটা দুনিয়াকে। কে কার চেয়ে সৃজনশীল হতে পারে-সেই প্রতিযোগিতা চলছেই। ব্যবসা-এমন কি রেস্টুরেন্ট ব্যবসাও এর বাইরে নয়। সৌখিন মানুষেরা এ জন্য ব্যতিক্রমী কিছু করার সংকল্প নিয়ে কাজ
করে
যাচ্ছেন অবিরত। এর অন্যতম কারণ মানুষের দৃষ্টি আকৃষ্ট
করা।
এতদিন বিশ্ববাসী শুনে আসছিলেন বিমানের মধ্যে রেস্টুরেন্টের কথা;
কিন্তু
এবার
রেস্টুরেন্ট খোলা হলো দোতলা বাসের মধ্যে। তাও
বাংলাদেশে-সিলেটে। মহানগরীর
পূর্ব মিরাবাজারে অবস্থিত দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্টের নাম ডাইনিং বাস
স্পাইস এন আইস। এখানে মূলত চাইনিজ, ফাস্টফুড ও
আইসক্রিম পাওয়া যায়।
গাড়ি নিয়ে যারা গাড়ির ভেতরের এই রেস্টুরেন্টে খেতে আসবেন
তাদের চিন্তার কিছু নেই। কারণ,
আছে
সুবিশাল পার্কিং ব্যবস্থা। নানা ধরনের
পার্টি আয়োজেনের
জন্যও এখানে সুবিধা রয়েছে। বাসের মধ্যে
কেবিন ছাড়াও রয়েছে বড় পরিসরে আলাদা বসার ব্যবস্থা। চালকের
আসনে বসে তুলতে পারবেন ছবি। এমন সুযোগ
হাতছাড়া
করতে চান না বলেই অনেকে সেখানে ছুটে যাচ্ছেন।
যোগাযোগ : ডাইনিং বাস স্পাইস এন আইস, দাদাপীর মাজার
রোড, পূর্ব মিরাবাজার, সিলেট। বুকিং দিতে চাইলে যোগাযোগ করতে
পারেন ০১৭৮০১৯৮৭৭৫ নম্বরে।
No comments:
Post a Comment