Friday, July 12, 2013



পদ্মাসেতুতে অর্থমন্ত্রীই বাধা, মন্তব্য যোগাযোগমন্ত্রীর



অর্থমন্ত্রীর অবাস্তব অবস্থানই পদ্মাসেতুর কাজ শুরু করার ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে সাভারে আশুলিয়ায় নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক ও বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন
তিনি বলেন, অর্থমন্ত্রী মাঝে মাঝেই কিছু সুইপিং রিমার্কস করেনযেটা মানুষকে হতাশ করেএছাড়াও তিনি অনেক সময় ত‍াড়াহুড়ো করে মন্তব্য করেন যা কার্যক্ষেত্রে বাধার সৃষ্টি করেআমাদের মতো ব্যক্তিদের ভেবে চিন্তে দায়িত্বশীল মন্তব্য করা উচিৎ

পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে পদ্মা সেতুর কাজ করতে কোনো সমস্যায় পড়তে হবে নাকারণ বাজেটে ৮ হাজার কোটি টাকা বরাদ্ধ রাখা হয়েছেযার ফলে আগামী এক বছর ভালো ভাবে কাজ করা সম্ভব হবে
পদ্মা সেতুতে রাশিয়া ও চীনের প্রস্তাব অগ্রহণযোগ্য উল্লেখ করে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে যোগাযোগ মন্ত্রী বলেন, প্রস্তাব দেওয়ার এক দিন যেতে না যেতে অর্থমন্ত্রীর এ ধরনের মন্তব্য জনগণকে হতাশ করে
মন্ত্রী আরো বলেন, তিনি লেখাপড়া জানা মানুষএকদিন যখন তিনি আত্মজীবনী লিখবেন তখন তিনি স্বীকার করবেন তার অবাস্তব অবস্থানের কারণেই পদ্মাসেতুর কাজ সময় মতো শুরু করা যায়নিএছাড়া সম্প্রতি পাচঁটি সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ে আমাদের নেতাকর্মীদের মনোবলে ধাক্কা দিয়েছেবিষয়টিকে সাপে বর বলে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, প্রশ্ন হচ্ছে যে ভুল ক্রটি থেকে সংশোধন ও তা স্বীকার করে নেওয়াই গুরুত্বপূর্ণতবে আওয়ামী লীগ জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়  

No comments: