Friday, July 26, 2013

কারাগারে চুপচাপ রনি, স্ত্রী-সন্তানদের সাক্ষাৎ


সংসদ সদস্য গোলাম মাওলা রনির সঙ্গে তার স্ত্রী কামরুন্নাহার রুনি শুক্রবার দুপুরে দেখা করেছেনএ সময় ছেলে রিয়াদ ও মেয়ে নন্দিনী তার সঙ্গে ছিলেনতারা রনিকে কিছু কাপড়-চোপড় ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে গেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন
 কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ জানান, সাংবাদিক পেটানো ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সংসদ সদস্য গোলাম মাওলা রনির জামিন বাতিল করে বৃহস্পতিবার কারাগারে পাঠায় আদালতপরে ওইদিন রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুররস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২-তে পাঠানো হয়বর্তমানে তিনি কারাগারের ভিআইপি বন্দিশালা সুরমা ভবনের দোতলায় রয়েছেন
 বৃহস্পতিবার রাতে কারাগারে তিনি গোছল ও খাবার সেরে রাতভর ঘুমিয়ে থাকেন পরে সেহেরী খেয়ে রোজা রাখেনকারাগারে তাকে বেশ চুপচাপ থাকতে দেখা গেছে তবে কারাগারে নামাজ ও পত্রিকা পড়েই দিন কাটছে তার 
 এ ভবনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ব্যবসায়ি গিয়াসউদ্দিন আল মামুন, জামায়াত নেতা মীর কাশেম আলীও বন্দি হিসেবে রয়েছেন
 উল্লেখ্য, গত ২০ জুলাই দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় এমপি গোলাম মাওলা রনির অফিসে ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে মারধর করে
 সাংবাদিক পেটানোর ঘটনায় ওইদিনই টেলিভিশনটির সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী বাদী হয়ে মামলা করেনঅন্যদিকে এমপি রনিও পাল্টা অভিযোগ এনে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক ব্যবসায়ী সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেন নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রনি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেনবাদী পরের দিন রনির জামিন বাতিলের আবেদন করলে আদালত জামিন বাতিল করেন

 

No comments: