Monday, July 29, 2013

‘নীল নকশার নির্বাচন হতে দেওয়া হবে না’



জাতীয় বার্তাঃদেশে নীল নকশার কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পর প্রধানমন্ত্রী বেসামাল হয়ে গেছেনতিনি এমন এমন কথা বলছেন, যা শুনে সাধারণ মানুষ ভাবছে- তার মাথা ঠিক নেই

 ‘আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে নাগণতন্ত্রের কথা বলে গোটা পৃথিবীকে বোকা বানানো গেলেও এদেশের জনগণ নির্দলীয় সরকারের বাইরে নীল নকশার অপচেষ্টা সফল হতে দেবে নাবলেন তিনি
 রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ও তার ছেলের কটূক্তির প্রতিবাদে এ সমাবেশ হয়প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এ সমাবেশে মহানগর ছাড়াও যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেনকেবল তাই নয়, দলের শীর্ষ পর্যায়ের নেতারাও অংশ নেন
 প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ১/১১ পরে তিনি নাকি একমাত্র নেত্রী ওই সরকারের বিরোধিতা করেছেনতার এ ভাষণ অসত্যএটা পুরো অসত্যদেশের জনগণ ভুলে যায়নি, ওই সময়ে আজকের প্রধানমন্ত্রী হাসিখুশি মুখে ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকারকে তাদের আন্দোলনের ফসল বলেছিলেনআমরা মনে করি, প্রধানমন্ত্রী এ রকম অসত্য কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছেন
দেশের বর্তমান অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘পাঁচ সিটি করপোরেশনে ক্ষমতাসীনরা অনেক অর্থ ব্যয় করেছেনানা কলাকৌশল করেছেকিন্তু জনগণ এ সরকারের বিরুদ্ধেই রায় দিয়েছেএখন নানারকম কথা বলছেনক্ষমতায় থাকার জন্য সংবিধানের কথা বলে প্রধানমন্ত্রী যা কিছুই বলুন না কেনো, এতে কোনো কাজ হবে না


No comments: