সিলেটবার্তা ডেস্ক: পবিত্র রমজান
মাসেও একজন রোজাদারকে রিমান্ডে নিয়ে নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক
নেতারা বলেছেন, রিমান্ড বাতিল করে
আগামী ঈদের আগেই সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে ঈদের
পর সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। একই সাথে বক্তারা আমার দেশ, দিগন্ত ও ইসলামিক
টেলিভিশন খুলে দেয়ারও দাবি জানান।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত বিক্ষোভ
সমাবেশে সাংবাদিক নেতারা এসব বলেন।
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডের নেয়ার প্রতিবাদে
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)
এ বিক্ষোভ
সমাবেশের আয়োজন করে।
সমাবেশ শেষে সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে
সুপ্রিমকোর্ট মোড় হয়ে পল্টন মোড় ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, বিএফইউজের সাবেক
মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ, জাতীয় প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, আমার দেশ-এর বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের
যুগ্ন সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী,
সিনিয়র সহকারী সম্পাদক কবি আবদুল হাই শিকদার, মাহমুদুর রহমান
মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক রেজাউল কবির শিকদার রেজা প্রমুখ।
রুহুল আমিন গাজী বলেন,
"পুরো জাতি আজ অবাক দৃষ্টিতে দেখছে জালেম
ও অগণতান্ত্রিক
সরকার রমজান মাসেও একজন রোজাদার ব্যাক্তির ওপর নির্যাতন চালানোর জন্য একটি
হাস্যকর মামলায় রিমান্ডে নেয়া হয়েছে। তিনি এক শ্রেণীর সাংবাদিকদের
নিন্দা জানিয়ে বলেন, যেই মুহুর্তে মাহমুদুর রহমানকে রিমান্ডে হলো তখনই
দেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের সাথে ইফতার করছিলেন। কিন্তু সাংবাদিকরা
তার কোনো প্রতিবাদ না করে প্রধানমন্ত্রীর বিভিন্ন গুনগান গেয়েছে।"
No comments:
Post a Comment