Tuesday, July 30, 2013

ওসমানীনগরে গলাকাটা লাশের পরিচয় মিলেছে, ২ জন আটক


ওসমানীনগর প্রতিনিধিঃ গত ২৫ জুলাই ওসমানীনগরে উদ্ধার হওয়া অজ্ঞাত গলাকাটা যুবকের লাশের পরিচয় সোমবার নিশ্চিত করেছে পুলিশএ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছেএ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে
পুলিশ জানা যায়, অজ্ঞাত গলাকাটা যুবকের নাম আজিজুল হক (২৬)সে নেত্রকোনা জেলার সিন্ধুয়া উপজেলার ফেসুন্দর গ্রামের মকসুদ মিয়া ছেলেসে ওসমানীনগরের পার্শ্ববর্তী বালাগঞ্জ থানার সিরাজপুর গ্রামের আখতার মিয়া কলোনির বাসিন্দা
এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশআটককৃতরা হলেন- বাবুল মিয়া (৩২) ইসাম উদ্দিন (৪৫)আটককৃতরাও একই কলোনীর বাসিন্দা
উল্লেখ্য যে, ২৫ জুলাই দয়ামীর ইউনিয়নের খালপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত নামা (২৬) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ
ওসমানীনগর থানা সূত্র জানায়, যুবকের পরিচয় পাওয়া গেছে এবং সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়েছেএ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করবে

No comments: