Tuesday, July 30, 2013

মা হলেন রেসি



বিনোদন বার্তাঃ মা হয়েছেন রেসিগত ২৮ জুলাই ঢাকার মগবাজারের আদ-দ্বীন হাসাপাতালে সন্তানের এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনিগত বছরের ২২জুন চট্টগ্রামের ব্যবসায়ী তৌফিকুল ইসলাম পান্থর সাথে বিয়ের হয় তারএরপর তিনি নতুন কোনো ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত  নিয়েছিলেন
জানা গেছে, তিনি তার কন্যা সন্তানের নাম রেখেছেন প্রার্থনারেসি তার কন্যা সন্তানসহ ভালো আছেনএরই মাঝে রেসি ফেসবুকে তার নবাগত সন্তানের ছবি প্রকাশ করেছেনআর এ ছবি দেখে রেসির কাছের মানুষ ও ভক্তরা তাকে শুভ কামনা জানাচ্ছেন রেসি অভিনীত  মুক্তির অপেক্ষায় রয়েছে সাজেদুর রহমান সাজুর পরিচালনায় অন্তরে প্রেমের আগুনছবিটিতে রেসির সঙ্গে অভিনয়ে আছেন যথাক্রমে ডিপজল ও আমিন খান


No comments: