Wednesday, July 31, 2013

নিষ্ক্রিয় সিলেটের আওয়ামী লীগ


সাহেল আহমদ: সিটি করপোরেশন নির্বাচনে ভরাডুবির পর পরাজয়ের আগুনে পুড়ছে সিলেটের আওয়ামী লীগফলে সিনিয়র নেতাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছেদলীয় কার্যক্রমেও নেমে এসেছে স্থবিরতারাজপথে বিরোধী দলকে মোকাবেলার শক্তিও হারিয়ে ফেলেছে ক্ষমতাশীন দলটি
নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের পর থেকে দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশাসিনিয়র থেকে শুরু করে কর্মী পর্যন্ত দিন দিন দূরত্ব বেড়েই চলছেএই অবস্থা থেকে উত্তেরণের পরিকল্পনাও নেই সংশ্লিষ্টদেরদলের এই অগোছালো অবস্থা বিরাজমান থাকলে সিটি করপোরেশনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সিলেটের ১৯টি আসনই হরাতে হতে পারে আওয়ামী লীগকে, এমন মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের
১৫ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন বিএনপির আরিফুল হক চৌধুরীর কাছেতার এই পরাজয়ের জন্য জাতীয় রাজনীতির প্রেক্ষাপট যতটা না দায়ী তার চেয়ে বেশি দায়ী দলীয় অভ্যন্তরীন কোন্দল ও বিশ্বাসঘাতকতা, এমন অভিযোগ কামরান সমর্থকদেরবিশেষ করে নির্বাচনের দিন অন্তত ৬০টি কেন্দ্রে কামরানের এজেন্টের অনুপস্থিতিই এমন অভিযোগের সত্যতা বহন করে
সিটি নির্বাচনের পর থেকেই সন্দেহ ও অবিশ্বাষ দেখা দেয় নেতাকর্মীদেও মাঝে বাড়তে থাকে দূরত্বএখনো এই অবিশ্বাসের বেড়াজাল থেকে বের হতে পারেনি আওয়ামী লীগ
সিটি নির্বাচনের পর পরই ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানেই সিলেটে দলের দৈনদশার চিত্র ফুটে ওঠেওইদিন সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অতিথি, বক্তা ও শ্রোতা মিলে উপস্থিতির সংখ্যা ছিল ৫৪জন
শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানই নয়, সিটি করপোরেশন নির্বাচনের পর জামায়াত-শিবিরের ডাকা কোন হরতালেই মাঠে নামতে পারেনি বিভক্ত আওয়ামী লীগ অথচ নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের ডাকা প্রতিটি হরতালেই মাঠে সরব ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনহরতালের দিন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করে বিরোধীদলকে কোনঠাসা করে রাখার চেষ্টা করেছেনকিন্তু সম্প্রতি গোলাম আযম ও মুজাহিদের রায়ের দিনও মাঠে দেখা যায়নি আওয়ামী লীগের নেতাকর্মীদেরযদিও এর আগের প্রতিটি রায়ের দিন নগরীতে শো-ডাউন করে ক্ষমতাশীনরা
প্রতিটি রমজানেই আওয়ামী লীগের পক্ষ থেকে নগরীতে বিশাল আয়োজনে ইফতার মাহফিল করা হলেও এবার বিভক্তির কারণে ইফতারের আয়োজনও করতে পারেনি দলটিফলে সিটি নির্বাচনের পর থেকে সিলেটে আওয়ামী লীগ প্রায় নিষ্ক্রিয় সংগঠনে পরিণত হয়েছে
ক্ষমতাসীন থাকা সত্ত্বেও দলের এমন নিষ্ক্রিয়তায় ক্ষোভ বিরাজ করছে দলের তৃণমূল পর্যায়ের কর্মী ও সমর্থকদের মধ্যে
এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বলেন, সিটি নির্বাচনে পরাজয়ের পর দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা থাকাটাই স্বাভাবিক
অতীতের ভুলভ্রান্তি ভুলে নেতাকর্মীদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দলকে আরো সুসংগঠিত করা না গেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো ফলাফল করা কষ্টসাধ্য হবে






মিল্কির ‘খুনি’ তারেক সহযোগীসহ ‘ক্রসফায়ারে’ নিহত


...এর আগে ২৭টি কিলিং মিশনেঅংশ নেয় তারেক


ওসমানিনগর বার্তা ডেস্কঃ পেশাদার কিলার তারেকএর আগেও ২৭টি কিলিং মিশনেঅংশ নিয়েছেন তিনিযুবলীগ নেতা মিল্কি হত্যাকাণ্ডের ঘটনা তারেকের ২৮ নম্বর কিলিং মিশন
 ‘লাইভ হত্যাকাণ্ডঘটনার নায়ক তারেক এখন টক অব দ্যা সিটিনৃশংসভাবে যুবলীগ নেতা মিল্কিকে হত্যা করে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধেনিজেই নিহত হনর‌্যাব সূত্রে এ তথ্য জানা গেছে
 র‌্যাব-১ এর অধিনায়ক কিসমত হায়াৎ জানান, তারেক একজন পেশাদার কিলারসে টাকার বিনিময় অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেযদিও যুবলীগ নেতা মিল্কীকে তারেক দলীয় কোন্দলের কারণেই খুন করেনতারেক এর আগে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেমিল্কি হত্যাকাণ্ডের ঘটনা তার ২৮ নম্বর কিলিং মিশন   
 কিসমত মিল্কি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, এ এক ভয়ঙ্কর দৃশ্যমাথায় পিস্তল ঠেকিয়ে গুলিপড়ে যান মিল্কিবাঁচার জন্য সামনে দৌড়ানোর চেষ্টা আবারও গুলিফের উঠে দাঁড়ানোর চেষ্টাযমদূতের হাতে থাকা পিস্তল থেকে আবারও বেরিয়ে আসে গুলিনিস্তেজ হয়ে পড়েন ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি
 খোঁজ নিয়ে জানা গেছে, মিল্কি হত্যাকা্ণ্ডের আসল নায়ক তারেক মিল্কিরই দলীয় সহকর্মী ও বন্ধুছোট বেলা থেকেই তারা এক সঙ্গে বেড়ে উঠেনমিল্কি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিরক সম্পাদক আর জাহিদ সিদ্দিকী তারেক একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকমৃত্যুর বেশ আগে মিল্কি র‌্যাব ও পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, তাকে হত্যা করা হতে পারেমিল্কির সে আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো
 মিল্কির পারিবারিক সূত্র জানায়, সন্তানদের পোশাক বদল করতে সোমবার ইফতার শেষে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের ৬/৬ নম্বরের বাসা থেকে শপার্ড ওয়ার্ল্ডের উদ্দেশ্যে গাড়ি নিয়ে মিল্কি বের হয়েছিলেনএ সময় গুলশানে তিনি পরিচিতদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেনসাগর নামের একজনের প্রাইভেট কারে চড়ে তিনি সেখানে গিয়েছিলেন
 ঘাতক তারেক মিল্কির ছোটবেলার বন্ধু এবং যুবলীগ দক্ষিণের নেতারাজনৈতিক কলহ, আধিপত্য বিস্তার এবং ব্যক্তিগত আক্রোশে মিল্কিকে হত্যা করা হয়েছে
 র‌্যাবের গোয়েন্দা ইউনিট জানায়,  মতিঝিল এলাকায় সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নিয়ে তারেক ও মিল্কীর মধ্যে দ্বন্দ্বের তথ্য পেয়েছে এলাকায় সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ও এলাকার টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে এই দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল মতিঝিল এজিবি কলোনিতে মিল্কীর হাত ধরেই তারেকের রাজনীতিতে প্রবেশকিন্তু সম্প্রতি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন নিয়ে দুটি গ্রুপের সৃষ্টি হয়বর্তমান সভাপতি ইসমাইল হোসেন সম্রাট গ্রুপের লোকজন কমিটিতে বেশি স্থান পায়সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফের গ্রুপের সবচেয়ে কম লোকজন স্থান পায়এ নিয়ে সম্রাট ও আরিফ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে মিল্কী কমিটিতে সাংগাঠনিক সম্পাদক এবং তারেক কার্যকরী সদস্য পদ পান
 সম্প্রতি কারাগারে আটক শীর্ষ সন্ত্রাসী ইমনকে বাড্ডার জাহাঙ্গীর-আলমগীরের মাধ্যমে মিল্কী রাজনৈতিক আশ্রয় দিচ্ছিলকারাগারে আটক আরেক শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের সঙ্গে যোগাযোগ ছিল তারেকেরতারেক যুবলীগ উত্তরের নেতা চঞ্চল গ্রুপের সঙ্গে এক হয়ে আরেকটি গ্রুপ সৃষ্টি করেঅন্যদিকে, মতিঝিল থানা আওয়ামী লীগ সভাপতি গ্রুপের সুদৃষ্টিতে পড়ে তারেকএ নিয়ে মতিঝিল কেন্দ্রিক বিভিন্ন অফিসের টেন্ডার বিশেষ করে জাতীয় ক্রীড়া পরিষদের টেন্ডার ও সিএমএমইউ (কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অব মেডিক্যাল ইউনিট) টেন্ডার নিয়ে তারেক ও মিল্কীর মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে
 অন্যদিকে, ঢাকা সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে মিল্কী নিজেকে প্রার্থী ঘোষণা দেনএসব নিয়ে দুই গ্রুপের মধ্যে বৈরিতা ওঠে চরমে
 এক সময়ে দুজনেই ছিলেন মতিঝিলের এজিবি কলোনির বাসিন্দাসেখানেই তাদের বেড়ে ওঠারিয়াজুল হক খান মিল্কির পিতা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার তারেকের পিতা ছিলেন রাজস্ব বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারীপ্রায় একই সময়ে তারেক ও মিল্কি শামিল হন আওয়ামী লীগের রাজনীতিতে, নাম লেখান যুবলীগে এক সময়ে ঘনিষ্ঠ থাকলেও গত কয়েক বছর তারা একজন আরেকজনের শত্রু হিসেবে আবির্ভূত হনমতিঝিলকেন্দ্রিক ব্যবসা, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নানা ধরনের ব্যবসায়িক কারণে বিরোধ বাধেএক সময়ে দারিদ্র্যের মধ্যে দিয়ে বেড়ে ওঠা মিল্কি ও তারেক বর্তমান সরকার আমলে অগাধ বিত্তের মালিক বনে যানদুই জনই মতিঝিল এলাকার কমিশনার প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেনএ নিয়ে দিনে দিনে তাদের মধ্যে বিরোধ আরও বাড়তে থাকেকয়েক বছর আগে তারেক এজিবি কলোনি ছেড়ে চলে যান ইস্কাটনেমিল্কি চলে যান মোহাম্মদপুরেকিন্তু তাদের ব্যবসা-বাণিজ্য এবং রাজনীতির কেন্দ্র মতিঝিলেই থেকে যায়  একটি সূত্র জানিয়েছে, মাস চারেক আগেই মতিঝিল এলাকার একটি টেন্ডারকে কেন্দ্র করে চরম বিরোধ বাধে তাদের মধ্যেদুজনই তাদের গ্রুপ নিয়ে মুখোমুখি অবস্থান নেন
 গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শপার্স ওয়ার্ল্ডের সামনের হত্যাকাণ্ডের ঘটনায় মিল্কির ছোট ভাই মেজর রাশিদুল হক খান বাদি হয়ে ১১জনকে আসামি করে মঙ্গলবার রাতে একটি মামলা করেছেন
 এজাহারে জাহিদ সিদ্দিকী তারেককে প্রধান আসামি করে মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছেএছাড়া অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করেছেন বাদি
 এ ঘটনায় এ পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছেতারেক ও তার এক সহযোগী র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হনএছাড়া বাকি ছয় জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডেও নিয়েছে পুলিশ

 

Tuesday, July 30, 2013

ওসমানিনগরের উমরপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি নেছাওর আহমদের মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল

ডিজিটাল বাংলাদেশ গড়তে আওয়ামীলীগ-কে পুনরায় নির্বাচিত করুন
----------------------------------------শফিকুর রহমান চৌধুরী  (এম পি )
সিলেট প্রতিনিধিঃ ওসমানি নগর থানার উমর পুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি নেছাওর আহমদের মৃত্যুতে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিলটি আজ উমরপুর বাজারস্থ আল আকিল কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। মাহফিলে প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরী  (এম পি ) কে ছাত্রলীগ নেতা আরিফ চৌধুরী পুলকের নেতৃত্বে ওসমানী নগর থানা ছাত্রলীগ নেতারা ফুল দিয়ে বরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবীন আওয়ামীলীগ নেতার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরো বলেন, শুধু উপবাসের নাম রমজান নয়। আত্মশুদ্ধি ও আত্ম উন্নয়নের মাস পবিত্র রমজান। এছাড়া তিনি দলের সকল নেতা কর্মীদের কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে  ঐক্যবদ্ধ  হয়ে কাজ করার ও ডিজিটাল বাংলাদেশ গড়তে আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। মাহফিলে আরো উপস্থিত ছিলেন ওসমানী নগর থানা আওয়ামীলীগ সভাপতি কবির উদ্দিন, সাধারন সম্পাদক আব্দাল মিয়া, উমরপুর ইউ/পি চেয়ারম্যান ফারুক আহমদ, আফজালুর রহমান নাজলু সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকার ব্যক্তিবর্গ।        

মাহমুদুর রহমানের রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে আজ সকালে সিএমএম কোর্টে হাজির করে আবার জেলহাজতে পাঠানো হয়েছে
রমনা থানায় গত ২২ ফেব্রুয়ারি দায়ের করা  বিরুদ্ধে উস্কানি ও ভাংচুরের মামলায় গত ২৭ জুলাই ৩ দিনের রিমান্ডে আনা হয়েছিলডিবি অফিস থেকে আজ সকালে তাকে আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন

৫২ হাজার টাকায় সানি লিওন



বিনোদন বার্তাঃ ঈদ ঘিরে বরাবরের মতো এবারও ঢাকার বিপণী বিতানগুলোতে ভারতীয় থ্রি-পিস ও থান কাপড়ের পসার জমেছেনতুন নতুন ডিজাইন ও এসব থ্রি-পিস পেয়েছে ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র তারকাদের নাম
এর মধ্যে সবচেয়ে দামি থ্রি-পিসের নাম দেওয়া হয়েছে বলিউডের অভিনেত্রী সানি লিওনের নামে, আগে ইন্দো-কানাডিয়ান পর্নো চিত্রে অভিনয়ের জন্য যাকে নিয়ে রয়েছে আলোচনা-সমালোচনা তবে কাজ আর ফ্যাশন ভেদে ঈদপোশাক সানি লিওনেও রয়েছে দামের ভিন্নতাসর্বনিম্ম ১৫ হাজার
থেকে সর্বোচ্চ ৫২ হাজার টাকায় এ পোশাক বিক্রির কথা জানিয়েছেন দোকানিরা
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লামিসা ফ্যাশনসের মালিক মেহেদী হাসান জানান, এ বছর ঈদ উপলক্ষে ভারত থেকে সানি লিওন, খোয়াব, মুঘলে আজম, আশিকি-২, রানঝানা, বিপাশা-১, বিপাশা-২, আক্সারা, এশা দেওল, কানপুরী, আয়শা টাকিয়া ইত্যাদি থ্রি-পিস এসেছে
বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, নেটের উপর কাজ করা সানি লিওনছাড়া অন্য থ্রি-পিসগুলোর মধ্যে খোয়াবের দাম সাত হাজার থেকে ২০ হাজার টাকা, এশা দেওলের দাম ৯ থেকে ১৬ হাজার টাকা, বিপাশা-১ ও ২ মিলছে সাত থেকে সাড়ে নয় হাজার টাকা এবং অন্যান্য থ্রি-পিসগুলোর দাম ৭ থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে

মা হলেন রেসি



বিনোদন বার্তাঃ মা হয়েছেন রেসিগত ২৮ জুলাই ঢাকার মগবাজারের আদ-দ্বীন হাসাপাতালে সন্তানের এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনিগত বছরের ২২জুন চট্টগ্রামের ব্যবসায়ী তৌফিকুল ইসলাম পান্থর সাথে বিয়ের হয় তারএরপর তিনি নতুন কোনো ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত  নিয়েছিলেন
জানা গেছে, তিনি তার কন্যা সন্তানের নাম রেখেছেন প্রার্থনারেসি তার কন্যা সন্তানসহ ভালো আছেনএরই মাঝে রেসি ফেসবুকে তার নবাগত সন্তানের ছবি প্রকাশ করেছেনআর এ ছবি দেখে রেসির কাছের মানুষ ও ভক্তরা তাকে শুভ কামনা জানাচ্ছেন রেসি অভিনীত  মুক্তির অপেক্ষায় রয়েছে সাজেদুর রহমান সাজুর পরিচালনায় অন্তরে প্রেমের আগুনছবিটিতে রেসির সঙ্গে অভিনয়ে আছেন যথাক্রমে ডিপজল ও আমিন খান


ওসমানীনগরে গলাকাটা লাশের পরিচয় মিলেছে, ২ জন আটক


ওসমানীনগর প্রতিনিধিঃ গত ২৫ জুলাই ওসমানীনগরে উদ্ধার হওয়া অজ্ঞাত গলাকাটা যুবকের লাশের পরিচয় সোমবার নিশ্চিত করেছে পুলিশএ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছেএ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে
পুলিশ জানা যায়, অজ্ঞাত গলাকাটা যুবকের নাম আজিজুল হক (২৬)সে নেত্রকোনা জেলার সিন্ধুয়া উপজেলার ফেসুন্দর গ্রামের মকসুদ মিয়া ছেলেসে ওসমানীনগরের পার্শ্ববর্তী বালাগঞ্জ থানার সিরাজপুর গ্রামের আখতার মিয়া কলোনির বাসিন্দা
এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশআটককৃতরা হলেন- বাবুল মিয়া (৩২) ইসাম উদ্দিন (৪৫)আটককৃতরাও একই কলোনীর বাসিন্দা
উল্লেখ্য যে, ২৫ জুলাই দয়ামীর ইউনিয়নের খালপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত নামা (২৬) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ
ওসমানীনগর থানা সূত্র জানায়, যুবকের পরিচয় পাওয়া গেছে এবং সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়েছেএ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করবে

Monday, July 29, 2013

পুরনো আদলেই নির্মিত হচ্ছে এমসি কলেজ ছাত্রাবাস

সিলেটবার্তা:আগুনে পুড়ে যাওয়া সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাস পুরনো আদলেই তৈরী করা হচ্ছেছাত্রাবাস নির্মাণের ক্ষেত্রে 'সেমি পাক্কা আসাম' টাইপও অনুসরণ করা হচ্ছেতবে, পুরনো আমলের সেই কাঠ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদতবে ঐতিহ্য রক্ষার্থে বিদেশ থেকে কাঠ আমদানী করা হচ্ছে বলে জানালেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট'র সহকারী প্রকৌশলী নজরুল হাকিম
ত বছরের ৮ জুলাই ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে ঐতিহ্যবাহী সিলেটের এম সি কলেজ ছাত্রাবাস পুড়িয়ে দেয় ছাত্রলীগআগুনে ছাত্রাবাসটির ৬টি ব্লকের শ্রীকান্ত ব্লক ছাড়া বাকি ৫টি ব্লক পুড়ে যায়সম্পূর্ণরুপে ভস্মীভূত হয় ব্লক-১, ব্লক-২ এবং ব্লক-৪এ নিয়ে দেশে-বিদেশে নিন্দার ঝড় উঠেকলেজ জীবনের স্মৃতি বিজড়িত এম সি কলেজ ছাত্রাবাস পুড়িয়ে ফেলায় ঘটনাস্থলে এসে অশ্রু ফেলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেনছাত্রাবাস পুড়ানোর প্রায় পাঁচ মাস পর হোস্টেলটির পুন:নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়৫ ডিসেম্বর ছাত্রাবাসের পুন:নির্মাণ ও সংস্কার কাজ যৌথভাবে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
জানা গেছে, হোস্টেলের তিনটি ব্লক পুন:নির্মাণে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয় হবেএর মধ্যে ব্লক-১ পুন:নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ২০৬ টাকামেসার্স নবকিশোর দাস নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছেএছাড়া, ব্লক-২ পুন:নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে-১ কোটি ৪৮ লাখ ৬৮ হাজার ৩১১ টাকামেসার্স এলাহী এন্টারপ্রাইজ প্রকল্পটি বাস্তবায়ন করছেএছাড়া, ব্লক-৪ পুন:নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৯ লাখ ৭৫ হাজার ২৭৪ টাকামেসার্স ঢাকা মেটাল এই ব্লকের ঠিকাদারী প্রতিষ্ঠান

৩ আগস্ট এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ



সিলেটবার্তা ডেস্ক:আগামী ৩ আগস্ট প্রকাশ হবে ২০১৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল
 ফলে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এ ফল প্রকাশ হতে যাচ্ছে
 যদিও গত ২০ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বলেছিলেন, ফল প্রকাশের প্রক্রিয়া এখনও চলছেপ্রক্রিয়া শেষ হলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফল প্রকাশের প্রস্তাব দেবতবে সবকিছু মিলিয়ে এবার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ হচ্ছে না, এটা বলা যায়
 প্রসঙ্গত, ৩ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে
 গত ১ এপ্রিল থেকে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়

‘নীল নকশার নির্বাচন হতে দেওয়া হবে না’



জাতীয় বার্তাঃদেশে নীল নকশার কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পর প্রধানমন্ত্রী বেসামাল হয়ে গেছেনতিনি এমন এমন কথা বলছেন, যা শুনে সাধারণ মানুষ ভাবছে- তার মাথা ঠিক নেই

 ‘আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে নাগণতন্ত্রের কথা বলে গোটা পৃথিবীকে বোকা বানানো গেলেও এদেশের জনগণ নির্দলীয় সরকারের বাইরে নীল নকশার অপচেষ্টা সফল হতে দেবে নাবলেন তিনি
 রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ও তার ছেলের কটূক্তির প্রতিবাদে এ সমাবেশ হয়প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এ সমাবেশে মহানগর ছাড়াও যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেনকেবল তাই নয়, দলের শীর্ষ পর্যায়ের নেতারাও অংশ নেন
 প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ১/১১ পরে তিনি নাকি একমাত্র নেত্রী ওই সরকারের বিরোধিতা করেছেনতার এ ভাষণ অসত্যএটা পুরো অসত্যদেশের জনগণ ভুলে যায়নি, ওই সময়ে আজকের প্রধানমন্ত্রী হাসিখুশি মুখে ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকারকে তাদের আন্দোলনের ফসল বলেছিলেনআমরা মনে করি, প্রধানমন্ত্রী এ রকম অসত্য কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছেন
দেশের বর্তমান অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘পাঁচ সিটি করপোরেশনে ক্ষমতাসীনরা অনেক অর্থ ব্যয় করেছেনানা কলাকৌশল করেছেকিন্তু জনগণ এ সরকারের বিরুদ্ধেই রায় দিয়েছেএখন নানারকম কথা বলছেনক্ষমতায় থাকার জন্য সংবিধানের কথা বলে প্রধানমন্ত্রী যা কিছুই বলুন না কেনো, এতে কোনো কাজ হবে না


দোতলা বাসের মধ্যে রেস্টুরেন্ট


সাহেল আহমদঃ বিচিত্র এই পৃথিবীতে বিচিত্র সব জিনিস তৈরি করে মানুষ তাক লাগিয়ে দিচ্ছে গোটা দুনিয়াকেকে কার চেয়ে সৃজনশীল হতে পারে-সেই প্রতিযোগিতা চলছেইব্যবসা-এমন কি রেস্টুরেন্ট ব্যবসাও এর বাইরে নয়সৌখিন মানুষেরা এ জন্য ব্যতিক্রমী কিছু করার সংকল্প নিয়ে কাজ করে যাচ্ছেন অবিরতএর অন্যতম কারণ মানুষের দৃষ্টি আকৃষ্ট করা
এতদিন বিশ্ববাসী শুনে আসছিলেন বিমানের মধ্যে রেস্টুরেন্টের কথা; কিন্তু এবার রেস্টুরেন্ট খোলা হলো দোতলা বাসের মধ্যেতাও বাংলাদেশে-সিলেটে মহানগরীর পূর্ব মিরাবাজারে অবস্থিত দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্টের নাম ডাইনিং বাস স্পাইস এন আইসএখানে মূলত চাইনিজ, ফাস্টফুড ও আইসক্রিম পাওয়া যায়
গাড়ি নিয়ে যারা গাড়ির ভেতরের এই রেস্টুরেন্টে খেতে আসবেন তাদের চিন্তার কিছু নেইকারণ, আছে সুবিশাল পার্কিং ব্যবস্থানানা ধরনের পার্টি আয়োজেনের জন্যও এখানে সুবিধা রয়েছেবাসের মধ্যে কেবিন ছাড়াও রয়েছে বড় পরিসরে আলাদা বসার ব্যবস্থাচালকের আসনে বসে তুলতে পারবেন ছবিএমন সুযোগ হাতছাড়া করতে চান না বলেই অনেকে সেখানে ছুটে যাচ্ছেন
যোগাযোগ : ডাইনিং বাস স্পাইস এন আইস, দাদাপীর মাজার রোড, পূর্ব মিরাবাজার, সিলেটবুকিং দিতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৭৮০১৯৮৭৭৫ নম্বরে

Sunday, July 28, 2013

মাহমুদুর রহমানের রিমান্ডের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ



সিলেটবার্তা ডেস্ক: পবিত্র রমজান মাসেও একজন রোজাদারকে রিমান্ডে নিয়ে নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা বলেছেন, রিমান্ড বাতিল করে আগামী ঈদের আগেই সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে ঈদের পর সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলবেএকই সাথে বক্তারা আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টেলিভিশন খুলে দেয়ারও দাবি জানান
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এসব বলেন
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডের নেয়ার প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে
সমাবেশ শেষে সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে সুপ্রিমকোর্ট মোড় হয়ে পল্টন মোড় ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, আমার দেশ-এর বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, সিনিয়র সহকারী সম্পাদক কবি আবদুল হাই শিকদার, মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক রেজাউল কবির শিকদার রেজা প্রমুখ
রুহুল আমিন গাজী বলেন, "পুরো জাতি আজ অবাক দৃষ্টিতে দেখছে জালেম ও অগণতান্ত্রিক সরকার রমজান মাসেও একজন রোজাদার ব্যাক্তির ওপর নির্যাতন চালানোর জন্য একটি হাস্যকর মামলায় রিমান্ডে নেয়া হয়েছেতিনি এক শ্রেণীর সাংবাদিকদের নিন্দা জানিয়ে বলেন, যেই মুহুর্তে মাহমুদুর রহমানকে রিমান্ডে হলো তখনই দেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের সাথে ইফতার করছিলেনকিন্তু সাংবাদিকরা তার কোনো প্রতিবাদ না করে প্রধানমন্ত্রীর বিভিন্ন গুনগান গেয়েছে।"