Monday, August 5, 2013

আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজত


সিলেটবার্তা ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগকে 'সন্ত্রাসী দল' আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতরোববার গণমাধ্যমে পাঠানো হেফাজতের প্রেস সচিব মাওলানা আহলুল্লাহ ওয়াছেল স্বাক্ষরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এ কথা বলেন 
বিবৃতিতে তিনি বলেন, আ.লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা একটি নীতি ও আদর্শহীন সন্ত্রাসী দলবিগত সাড়ে চার বছরের কর্মকান্ডে দেশের জনগনের কাছে তা এখন দিবালোকের মতোই স্পষ্টকাজেই দেশে কোন দলেকে নিষিদ্ধ করতে হলে সবার আগে তাদেরই করা উচিত
মুফতি ফয়জুল্লাহ আরো বলেন, নির্দিষ্ট মেয়াদের পর ক্ষমতার পালাবদল গণতন্ত্রের একটি স্বাভাবিক নিয়মকিন্তু ক্ষমতালোভী শাসক দল দেশকে লুটে পুটে খেতে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতায় আসার পরিকল্পনা ঠিক করে ফেলেছে দেশের বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতিতে যা কিছু এখনও অবশিষ্ট আছে, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে ফের ক্ষমতায় এসে তাও শেষ করে সরকার জনগণের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন তিনি তিনি বলেন, বর্তমান সরকার একদিকে পদ্মা সেতু, হলমার্ক-ডেসটিনি, শেয়ার বাজার, সোনালী ও রূপালী ব্যাংকের মাধ্যমে দুর্নীতির মহোৎসবের জন্ম দিয়েছে অন্যদিকে বিরোধী দলের ওপর হত্যা, খুন, গুমসহ অন্যান্য নির্যাতন চালিয়েছে, তাতে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেতাই তারা দাদাবাবুদের সহযোগিতা নিয়ে বিকল্প ব্যবস্থায় ২০২১ সাল পর্যন্ত ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা করছে বিবৃতিতে মুফতি ফয়জুল্লাহ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কঠোর সমালোচনা করে তার পদত্যাগ দাবি করেনতিনি বলেন, এই নীতি ও আদর্শহীন বামপন্থী মন্ত্রী ইদানিং আল্লামা শাহ আহমদ শফী সম্পর্কে যে অশ্রাব্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে যাচ্ছে, সরকারকে অবশ্যই এই চাটুকার মন্ত্রীর মুখে লাগাম টেনে মন্ত্রীসভা থেকে বহিস্কার করতে হবে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উলামা মাশায়েখ ও দ্বীনদার জনতা এখন নিয়ামক শক্তিতে পরিণত হয়েছেতাদের উপেক্ষা করে অতীতেও কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ফেরাউনী হাসিনা সরকারও পারবে না তিনি বলেন, সরকার আমাকেসহ দেশের প্রায় হাজার হাজার হেফাজত নেতাকর্মীর বিরুদ্ধে সাজানো ও হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে নির্যাতনের পথ বেছে নিয়েছেএতে করে ঈমানী আন্দোলন বন্ধ হবে না





No comments: