সিলেটবার্তা ডেস্ক: ভালবাসা’ নামে নতুন একটি কোর্স চালু করতে
যাচ্ছে ভারতের বিখ্যাত কলকাতার প্রেসিডেন্সি
বিশ্ববিদ্যালয়। আগামী বছরের
জানুয়ারি থেকে এ কোর্সটি চালুর সিদ্ধান্ত
নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আর
এর মাধ্যমে ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ে
প্রথমবারের মতো এ কোর্স চালু হলো।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার রোববার গণমাধ্যমে জানিয়েছেন, কোর্সটিতে
ভালবাসার তাত্ত্বিক দিক ও সমাজে এর প্রভাব
নিয়ে আলোচনা করা হবে।
আন্তশৃঙ্খলা প্রোগ্রামের আওতায় এ কোর্সটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা
বিভাগের মাধ্যমে পড়ানো হবে। বিজ্ঞান, মানবিক কিংবা
অন্য শাখার যে কেউ চাইলে এ কোর্স নিতে
পারবেন।তবে ‘ভালোবাসা’
কোর্সটি
পড়াবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান
বিভাগ।
প্রেসিডেন্সি
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের
প্রধান সোমক রায়চৌধুরী বলেন, এ কোর্সটি যেকেউ নিতে পারবেন। একজন ইংরেজি
সাহিত্যের শিক্ষার্থীও নিতে পারবেন। যে
সমাজবিজ্ঞান বিভাগে কোর্সটি চালু করেছে
সেই বিভাগের শিক্ষার্থীরা নিতে পারবেন।
গত
মাসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ নানা বিষয় পড়ানোর
জন্য একটি উদ্যোগ নেওয়া হয়। এতে
শিক্ষার্থীরা মূল বিষয়ের পাশাপাশি
ভিন্ন বিভাগের কোর্সও পড়ার সুযোগ পাবেন।
যেমন
বিজ্ঞানের একজন শিক্ষার্থী এখন ইচ্ছে করলে
মানবিক বিভাগের কোর্স নিতে পারবেন। আবার মানবিকের শিক্ষার্থীরাও চাইলে বিজ্ঞানের দু-একটি কোর্স পড়ে
দেখার সুযোগ পাবেন।
No comments:
Post a Comment