Sunday, August 4, 2013

আন্ডারওয়ার্ল্ডে প্রেম, ভালোবাসা ও বিশ্বাসঘাতক নারী


জবানবন্দিতে এমকে আনোয়ার, নাসির উদ্দিন পিন্টুর নাম!
সিলেটবার্তা ডেস্ক:
যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিএনপি নেতা এম কে আনোয়ার ও নাসির উদ্দিন পিন্টুর নাম বলেছেন মিল্কির সহযোগী মারুফ রেজা  সাগরের স্ত্রী ফহিমা ইসলাম লোপা।  
 তিনি বলেছেন, তারেক আমাকে বলত বিএনপি সরকার ক্ষমতায় এলেও কেউ কিছু করতে পারবে নাসে আমাকে বলেছে, তার স্ত্রীর বড় বোনের শশুর বিএনপি নেতা এমকে আনোয়ারস্ত্রীর চাচতো বোনের স্বামী নাসির উদ্দিন পিন্টুতাই তার কোনো ভয় নেই 
রবিবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তার এ স্বীকারোক্তি সংরক্ষণ করেনপরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন
গত শনিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব) লোপাকে গ্রেপ্তারের পর রবিবার আদালতে হাজির করে স্বীকারোক্তি গ্রহণের আবেদন করেন
জবানবন্দিতে লোপা বলেন, ‘মতিঝিলের এডিবি কলোনির আধিপত্য ও টেন্ডার নিয়ে তারেক ও মিল্কির মধ্যে বিরোধ ছিলতারেক এক মাস আগে মিল্কির অবস্থান জানাতে আমার কাছে সাহায্য চায়আমার স্বামী সাগর সব সময় মিল্কির সঙ্গে থাকতো বলে তার অবস্থান সম্পর্কে জানতে পারতামসাগর মিল্কির সঙ্গে থাকায় তাকে সব সময় পেতাম নাএ নিয়ে মিল্কির ওপর আমার রাগ ছিলআমি মানসিকভাবে খারাপ অবস্থায় ছিলামতারেক ওই অবস্থা কাটিয়ে উঠতে আমাকে সাহায্য করতো
তিনি বলেন, ‘মিল্কি তারেককে হত্যার ষড়যন্ত্র করছে বলে মাস খানেক আগে তারেক আমাকে জানানতারেক বলে, তাকে বেঁচে থাকতে হলে মিল্কিতে হত্যা করতে হবেএরপর জামায়াতের এক হরতালের সময় তারেক মিল্কিকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়মিল্কিও তারেককে মারার জন্য শেওড়াপাড়ার একজনকে ভাড়া করে বলে জানতে পারি
তারেকের ঘনিষ্ঠ বন্ধু ছিল টমেটো বাবুতারেকের স্ত্রী শিলার সঙ্গেও আমার পরিচয় ছিলতারেক বলতো, আমার কাজ নিয়ে সে কনফিডেন্সমিল্কিকে হত্যা করলেও আমার কিছু হবে নাবিএনপি সরকার ক্ষমতায় এলেও কেউ কিছু করতে পারবে না তারেক আমাকে বলেছে, তার স্ত্রীর বড় বোনের শশুর বিএনপি নেতা এমকে আনোয়ার স্ত্রীর চাচতো বোনের স্বামী নাসির উদ্দিন পিন্টুতারেকের পাটনার রুমির ফুফাতো বোনের স্বামী তারেক জিয়াতাই তার কোনো ভয় নেই
লোপা বলেন, ‘ঘটনার দিন ২৯ জুলাই রাত ১১টার দিকে সাগরকে ফোন করে বাসায় আসতে বলিকিন্তু সাগর জানায়, তারা গুলশানের বিপণিবিতান শপার্স ওয়াল্ডের দিকে যাচ্ছেতখন তারা তিতুমির কজেলের রাস্তায়সঙ্গে সঙ্গে আমি তারেককে মিল্কির অবস্থানের কথা জানাই এবং তারেকের কাছে জানতে চাই সে আসলেই কাজটি (হত্যা) করবে কি নাতারেক জানায়, দেখি কি করা যায়এরপর রাত ১টায় সাগার ফোন করে জানায়, মিল্কিকে কে বা কারা গুলি করেছেসাগর মিল্কির স্ত্রীকে নিয়ে শাহাবুদ্দিন হাসপাতালে যেতে বললে সেখানে যাইসেখানে মিল্কিকে দেখে আমার খারাপ লাগে
উল্লেখ্য, এর আগে এ মামলায় আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে
তারা হলেন-তুহিনুর রহমান, সৈয়দ মোস্তফা আলী রুমি, মোহাম্মদ রাশেদ মাহামুদ, সাইদুল ইসলাম ওরফে নুরুজ্জামান, মোহাম্মদ সুজন হাওলাদার ও জাহাঙ্গীর মণ্ডল
গত ৩১ জুলাই উক্ত আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতবর্তমানে উক্ত আসামিরা রিমান্ডে আছেন

No comments: