Sunday, August 4, 2013

ক্ষুদেগানরাজ ঝুমাকে অপহরণ করে বিয়ে


সিলেটবার্তা ডেস্ক:২০০৮ সালে মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজপ্রতিযোগিতায় প্রথম রানারআপ ঝুমাকে অপহরণ করে বিয়ে করেছে মো. ইসরাফিল নামের এক ব্যক্তিযার বিরুদ্ধে ঝুমার মা জেসমিন রোববার নরসিংদী আদালতে মামলা করেছেনমামলায় আসামি করা হয়েছে পরিবারের পূর্ব পরিচিত মো. ইসরাফিল ও  তার গাড়িচালক ফয়সালকে
জেসমিনের অভিযোগ, তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার দাবি করেছেন ইসরাফিল এবং এ নিয়ে বাড়াবাড়িকরলে হত্যার হুমকি দিচ্ছেন২০০৮ সালে মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজপ্রতিযোগিতায় প্রথম রানারআপ হয় ঝুমা নরসিংদীর এই মেয়ে ঢাকার ক্যামব্রিয়ান স্কুল ও কলেজে নবম শ্রেণীর ছাত্রী জেসমিন বলেন, সাভারের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে আশুলিয়ার বাদাইল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইসরাফিলের সঙ্গে ঝুমার পরিচয় ঘটে
এরপর বসুন্ধরায় ঝুমা ও তার মায়ের বাসায়ও আসা-যাওয়া শুরু হয় ইসরাফিলেরতবে ইসরাফিলের সঙ্গে ঝুমার বিভিন্ন স্থানে যাওয়ার ক্ষেত্রে বাদ সাধেন জেসমিন এনিয়ে ইসরাফিলের সঙ্গে জেসমিনের মনোমালিন্য হয়এক পর্যায়ে মেয়েকে নিয়ে নরসিংদী চলে যান তিনিগত ২৩ জুলাই ঝুমাকে নরসিংদী জেলখানার মোড় থেকে ইসরাফিল ও ফয়সাল তুলে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়জেসমিন বলেন, ‘ইসরাফিলের মোবাইলে যোগাযোগ করলে সে জানায়, ঝুমা তার বিবাহিত স্ত্রী এ বিষয়ে বাড়াবাড়ি করলে জীবনে হত্যা করে ফেলবে বলেও আমাকে হুমকি দেয়নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে করা মামলায় জেসমিন বলেছেন, তার মেয়ের বয়স ১৪ বছরফলে বিয়ের করার বয়স তার নয়বাংলাদেশের আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দণ্ডনীয়
মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজঝুমার অপহরণ ও বিয়ের রহস্য নিয়ে মিডিয়াঅঙ্গনে ঝড় বইছে

No comments: