Saturday, August 3, 2013

বিকল্প মাধ্যমে এইচএসসি ফল, পাশের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ


সিলেটবার্তা ডেস্ক: ২০১৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছেকিন্তু এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd- দেখা যাচ্ছে না

 সরকারি এই ওয়েবসাইটে বেলা ১২টায় লেখা ছিল যে, ফল প্রকাশ করা হবে বেলা ২টার পরঅথচ বিভিন্ন বিকল্প ওয়েবসাইটে ফল দেখা গেছে সকাল ১১টার পর থেকেই যদিও অতিরিক্ত পরিদর্শনে বারবার চেষ্টা করতে হচ্ছে সবাইকে
উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছেসারা দেশে পাশের হার ৭৪ দশমিক ৩০ শতাংশএবছর সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭  এ বছর মোট পাশ করেছে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ জনএ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন নিবন্ধিত পরীক্ষার্থী ছিল 
ঢাকা বোর্ডে পাশের হার ৭৪ দশমিক ০৪ শতাংশচট্টগ্রামে  পাশের হার ৬১ দশমিক ২২ শতাংশ এ বোর্ডে জিপিএ-৫ পেযেছে ২৭৭২ জনবরিশাল বোর্ডে পাশের হার ৭১ দশমিক ৬৭ শতাংশএ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৮৫৩ জনকুমিল্লা বোর্ড পাশের হার ৬১ দশমিক ২৯ শতাংশজিপিএ-৫ পেয়েছে ২৩৯০ জনসিলেট বোর্ড পাশের হার ৭৯ দশমিক ১৩ শতাংশএ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫৩৫ জনযশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৬৭ দশমিক ৪৯ শতাংশরাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭ দশমিক ৬৯ শতাংশ দিনাজপুর বোর্ডে পাশের হার ৭১ দশমিক ৯৮ শতাংশকারিগরি বোর্ড পাশের হার ৮৫ দশমিক ০৩ শতাংশমাদ্রাসা বোর্ডে পাশের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ
 সকাল ১০টায় গণভবনে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন  দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন
দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি এবং মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষার ফল দেওয়া হয়েছে

No comments: