Monday, August 5, 2013

আজ পবিত্র লাইলাতুল কদর

বার্তা ডেস্ক: আজ সোমবার দিবাগত রাত মহিমান্বিত রজনী 'লাইলাতুল কদর'। আরবিতে লাইলাতুল কদর এর অর্থ অতিশয় সম্মানিত ও পবিত্র রজনী। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমান।
আরবি ভাষায় ‘লাইলাতুন’ অর্থ হলো রাত্রি বা রজনী এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এ ছাড়া এর অন্য অর্থ হলো- ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা।
ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে মুহাম্মদ (স.) এর অনুসারীদের সন্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুন:নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পুণ্যময় ও মহাসম্মানিত হিসেবে পরিগণিত।
ইসলাম ধর্ম মতে, আল্লাহ তাআলা এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং এই একটি মাত্র রজনীর ইবাদত-বন্দেগিতে হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতি বছর মাহে রমজানে এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলিমদের জন্য সৌভাগ্য বয়ে আনে।
লাইলাতুল কদরের এ রাতেই মহানবী হযরত মোহাম্মদ (স.) এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়। মহান আল্লাহ এই রাতের মহিমা তুলে ধরতে নাজিল করেন ‘আল-কদর’ নামে একটি সূরা।
ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে সওয়াব হাসিল ও গুনাহ মাফের প্রত্যাশায় রাতভর ইবাদত বন্দেগীতে কাটাবেন। হাদিস অনুযায়ী, ২০ রমজানের পর যেকোনো বেজোড় রাতে কদর হতে পারে। তবে ২৬ রমজান দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত।
আয়েশা থেকে বর্ণিত হাদিসে উল্লেখ আছে, মুহাম্মদ (স.) রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ ১০ রাতে শবে কদর সন্ধান করো। (বুখারি ও মুসলিম)
মুসলমানদের কাছে কদরের রাতের গুরুত্ব অপরিসীম। কোরআনের সুরা কদরে উল্লেখ আছে, হাজার মাস উপাসনায় যে পূন্য হয়, কদরের এক রাতের উপাসনা তার চেয়ে উত্তম। লাইলাতুল কদরের রাতে সৎ এবং ধার্মিক মুসলমানদের ওপর আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। লাইলাতুল কদরে মুসলিমরা আল্লাহর কাছে মাগফিরাত, নাজাত ও ক্ষমা পাওয়ার পরম সুযোগ লাভ করেন।
লাইলাতুল কদর সম্পর্কে মহানবী (স.) বলেন, "যে ব্যক্তি এ রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, আল্লাহ তাঁর পূর্বের কৃত সব গুনাহ মাফ করে দেবেন।" (বুখারি)
হাদীসের বর্ননা অনুযায়ী, লাইলাতুল কদরের রজনীতে যে বা যারা আল্লাহর আরাধনায় মুহ্যমান থাকবে, স্রষ্টা তাঁর ওপর থেকে দোজখের আগুন হারাম করে দেবেন।
এ সম্পর্কিত হাদীসটি হল, সমস্ত রজনী আল্লাহ তাআলা লাইলাতুল কদর দ্বারাই সৌন্দর্য ও মোহনীয় করে দিয়েছেন, অতএব তোমরা এ বরকতময় রজনীতে বেশি বেশি তাসবিহ-তাহলিল ও ইবাদত-বন্দেগিতে রত থাকো।
অন্য হাদিসে তিনি বলেছেন, "তোমরা তোমাদের কবরকে আলোকিত পেতে চাইলে মহিমান্বিত লাইলাতুল কদর রাতে জেগে রাতব্যাপী ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দাও।"

আকস্মিক আমেরিকায় ফিরে গেছেন জয়


সিলেটবার্তা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সপরিবারে আমেরিকায় ফিরে গেছেনরোববার রাত ১২টায় সজীব ওয়াজেদ জয় তার স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও একমাত্র মেয়ে সোফিয়া ওয়াজেদ জয়কে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে
গত ২৬ জুলাই দেশে আসেন সজীব ওয়াজেদ জয়ঈদের পর তিনি আবারো দেশে ফিরবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে
এদিকে, শনিবার জয়ের টুইটার অ্যাকাউন্টে উইলিয়াম গোমেস নামের একজন স্বঘোষিত মানবাধিকারকর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সপরিবারে হত্যার হুমকি দেয়

আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজত


সিলেটবার্তা ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগকে 'সন্ত্রাসী দল' আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতরোববার গণমাধ্যমে পাঠানো হেফাজতের প্রেস সচিব মাওলানা আহলুল্লাহ ওয়াছেল স্বাক্ষরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এ কথা বলেন 
বিবৃতিতে তিনি বলেন, আ.লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা একটি নীতি ও আদর্শহীন সন্ত্রাসী দলবিগত সাড়ে চার বছরের কর্মকান্ডে দেশের জনগনের কাছে তা এখন দিবালোকের মতোই স্পষ্টকাজেই দেশে কোন দলেকে নিষিদ্ধ করতে হলে সবার আগে তাদেরই করা উচিত
মুফতি ফয়জুল্লাহ আরো বলেন, নির্দিষ্ট মেয়াদের পর ক্ষমতার পালাবদল গণতন্ত্রের একটি স্বাভাবিক নিয়মকিন্তু ক্ষমতালোভী শাসক দল দেশকে লুটে পুটে খেতে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতায় আসার পরিকল্পনা ঠিক করে ফেলেছে দেশের বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতিতে যা কিছু এখনও অবশিষ্ট আছে, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে ফের ক্ষমতায় এসে তাও শেষ করে সরকার জনগণের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন তিনি তিনি বলেন, বর্তমান সরকার একদিকে পদ্মা সেতু, হলমার্ক-ডেসটিনি, শেয়ার বাজার, সোনালী ও রূপালী ব্যাংকের মাধ্যমে দুর্নীতির মহোৎসবের জন্ম দিয়েছে অন্যদিকে বিরোধী দলের ওপর হত্যা, খুন, গুমসহ অন্যান্য নির্যাতন চালিয়েছে, তাতে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেতাই তারা দাদাবাবুদের সহযোগিতা নিয়ে বিকল্প ব্যবস্থায় ২০২১ সাল পর্যন্ত ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা করছে বিবৃতিতে মুফতি ফয়জুল্লাহ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কঠোর সমালোচনা করে তার পদত্যাগ দাবি করেনতিনি বলেন, এই নীতি ও আদর্শহীন বামপন্থী মন্ত্রী ইদানিং আল্লামা শাহ আহমদ শফী সম্পর্কে যে অশ্রাব্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে যাচ্ছে, সরকারকে অবশ্যই এই চাটুকার মন্ত্রীর মুখে লাগাম টেনে মন্ত্রীসভা থেকে বহিস্কার করতে হবে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উলামা মাশায়েখ ও দ্বীনদার জনতা এখন নিয়ামক শক্তিতে পরিণত হয়েছেতাদের উপেক্ষা করে অতীতেও কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ফেরাউনী হাসিনা সরকারও পারবে না তিনি বলেন, সরকার আমাকেসহ দেশের প্রায় হাজার হাজার হেফাজত নেতাকর্মীর বিরুদ্ধে সাজানো ও হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে নির্যাতনের পথ বেছে নিয়েছেএতে করে ঈমানী আন্দোলন বন্ধ হবে না





‘ভালবাসা’ র কোর্স শুরু করল ভারতের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

সিলেটবার্তা ডেস্ক: ভালবাসা’  নামে নতুন একটি কোর্স চালু করতে যাচ্ছে ভারতের বিখ্যাত কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়আগামী বছরের জানুয়ারি থেকে এ কোর্সটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনআর এর মাধ্যমে ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ কোর্স চালু হলো
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার রোববার গণমাধ্যমে জানিয়েছেন, কোর্সটিতে ভালবাসার তাত্ত্বিক দিক ও সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করা হবে আন্তশৃঙ্খলা প্রোগ্রামের আওতায় এ কোর্সটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের মাধ্যমে পড়ানো হবেবিজ্ঞান, মানবিক কিংবা অন্য শাখার যে কেউ চাইলে এ কোর্স নিতে পারবেনতবে ভালোবাসাকোর্সটি পড়াবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সোমক রায়চৌধুরী বলেন, এ কোর্সটি যেকেউ নিতে পারবেনএকজন ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীও নিতে পারবেনযে সমাজবিজ্ঞান বিভাগে কোর্সটি চালু করেছে সেই বিভাগের শিক্ষার্থীরা নিতে পারবেন গত মাসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ নানা বিষয় পড়ানোর জন্য একটি উদ্যোগ নেওয়া হয়এতে শিক্ষার্থীরা মূল বিষয়ের পাশাপাশি ভিন্ন বিভাগের কোর্সও পড়ার সুযোগ পাবেন যেমন বিজ্ঞানের একজন শিক্ষার্থী এখন ইচ্ছে করলে মানবিক বিভাগের কোর্স নিতে পারবেনআবার মানবিকের শিক্ষার্থীরাও চাইলে বিজ্ঞানের দু-একটি কোর্স পড়ে দেখার সুযোগ পাবেন

Sunday, August 4, 2013

ক্ষুদেগানরাজ ঝুমাকে অপহরণ করে বিয়ে


সিলেটবার্তা ডেস্ক:২০০৮ সালে মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজপ্রতিযোগিতায় প্রথম রানারআপ ঝুমাকে অপহরণ করে বিয়ে করেছে মো. ইসরাফিল নামের এক ব্যক্তিযার বিরুদ্ধে ঝুমার মা জেসমিন রোববার নরসিংদী আদালতে মামলা করেছেনমামলায় আসামি করা হয়েছে পরিবারের পূর্ব পরিচিত মো. ইসরাফিল ও  তার গাড়িচালক ফয়সালকে
জেসমিনের অভিযোগ, তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার দাবি করেছেন ইসরাফিল এবং এ নিয়ে বাড়াবাড়িকরলে হত্যার হুমকি দিচ্ছেন২০০৮ সালে মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজপ্রতিযোগিতায় প্রথম রানারআপ হয় ঝুমা নরসিংদীর এই মেয়ে ঢাকার ক্যামব্রিয়ান স্কুল ও কলেজে নবম শ্রেণীর ছাত্রী জেসমিন বলেন, সাভারের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে আশুলিয়ার বাদাইল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইসরাফিলের সঙ্গে ঝুমার পরিচয় ঘটে
এরপর বসুন্ধরায় ঝুমা ও তার মায়ের বাসায়ও আসা-যাওয়া শুরু হয় ইসরাফিলেরতবে ইসরাফিলের সঙ্গে ঝুমার বিভিন্ন স্থানে যাওয়ার ক্ষেত্রে বাদ সাধেন জেসমিন এনিয়ে ইসরাফিলের সঙ্গে জেসমিনের মনোমালিন্য হয়এক পর্যায়ে মেয়েকে নিয়ে নরসিংদী চলে যান তিনিগত ২৩ জুলাই ঝুমাকে নরসিংদী জেলখানার মোড় থেকে ইসরাফিল ও ফয়সাল তুলে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়জেসমিন বলেন, ‘ইসরাফিলের মোবাইলে যোগাযোগ করলে সে জানায়, ঝুমা তার বিবাহিত স্ত্রী এ বিষয়ে বাড়াবাড়ি করলে জীবনে হত্যা করে ফেলবে বলেও আমাকে হুমকি দেয়নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে করা মামলায় জেসমিন বলেছেন, তার মেয়ের বয়স ১৪ বছরফলে বিয়ের করার বয়স তার নয়বাংলাদেশের আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দণ্ডনীয়
মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজঝুমার অপহরণ ও বিয়ের রহস্য নিয়ে মিডিয়াঅঙ্গনে ঝড় বইছে

আন্ডারওয়ার্ল্ডে প্রেম, ভালোবাসা ও বিশ্বাসঘাতক নারী


জবানবন্দিতে এমকে আনোয়ার, নাসির উদ্দিন পিন্টুর নাম!
সিলেটবার্তা ডেস্ক:
যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিএনপি নেতা এম কে আনোয়ার ও নাসির উদ্দিন পিন্টুর নাম বলেছেন মিল্কির সহযোগী মারুফ রেজা  সাগরের স্ত্রী ফহিমা ইসলাম লোপা।  
 তিনি বলেছেন, তারেক আমাকে বলত বিএনপি সরকার ক্ষমতায় এলেও কেউ কিছু করতে পারবে নাসে আমাকে বলেছে, তার স্ত্রীর বড় বোনের শশুর বিএনপি নেতা এমকে আনোয়ারস্ত্রীর চাচতো বোনের স্বামী নাসির উদ্দিন পিন্টুতাই তার কোনো ভয় নেই 
রবিবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তার এ স্বীকারোক্তি সংরক্ষণ করেনপরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন
গত শনিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব) লোপাকে গ্রেপ্তারের পর রবিবার আদালতে হাজির করে স্বীকারোক্তি গ্রহণের আবেদন করেন
জবানবন্দিতে লোপা বলেন, ‘মতিঝিলের এডিবি কলোনির আধিপত্য ও টেন্ডার নিয়ে তারেক ও মিল্কির মধ্যে বিরোধ ছিলতারেক এক মাস আগে মিল্কির অবস্থান জানাতে আমার কাছে সাহায্য চায়আমার স্বামী সাগর সব সময় মিল্কির সঙ্গে থাকতো বলে তার অবস্থান সম্পর্কে জানতে পারতামসাগর মিল্কির সঙ্গে থাকায় তাকে সব সময় পেতাম নাএ নিয়ে মিল্কির ওপর আমার রাগ ছিলআমি মানসিকভাবে খারাপ অবস্থায় ছিলামতারেক ওই অবস্থা কাটিয়ে উঠতে আমাকে সাহায্য করতো
তিনি বলেন, ‘মিল্কি তারেককে হত্যার ষড়যন্ত্র করছে বলে মাস খানেক আগে তারেক আমাকে জানানতারেক বলে, তাকে বেঁচে থাকতে হলে মিল্কিতে হত্যা করতে হবেএরপর জামায়াতের এক হরতালের সময় তারেক মিল্কিকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়মিল্কিও তারেককে মারার জন্য শেওড়াপাড়ার একজনকে ভাড়া করে বলে জানতে পারি
তারেকের ঘনিষ্ঠ বন্ধু ছিল টমেটো বাবুতারেকের স্ত্রী শিলার সঙ্গেও আমার পরিচয় ছিলতারেক বলতো, আমার কাজ নিয়ে সে কনফিডেন্সমিল্কিকে হত্যা করলেও আমার কিছু হবে নাবিএনপি সরকার ক্ষমতায় এলেও কেউ কিছু করতে পারবে না তারেক আমাকে বলেছে, তার স্ত্রীর বড় বোনের শশুর বিএনপি নেতা এমকে আনোয়ার স্ত্রীর চাচতো বোনের স্বামী নাসির উদ্দিন পিন্টুতারেকের পাটনার রুমির ফুফাতো বোনের স্বামী তারেক জিয়াতাই তার কোনো ভয় নেই
লোপা বলেন, ‘ঘটনার দিন ২৯ জুলাই রাত ১১টার দিকে সাগরকে ফোন করে বাসায় আসতে বলিকিন্তু সাগর জানায়, তারা গুলশানের বিপণিবিতান শপার্স ওয়াল্ডের দিকে যাচ্ছেতখন তারা তিতুমির কজেলের রাস্তায়সঙ্গে সঙ্গে আমি তারেককে মিল্কির অবস্থানের কথা জানাই এবং তারেকের কাছে জানতে চাই সে আসলেই কাজটি (হত্যা) করবে কি নাতারেক জানায়, দেখি কি করা যায়এরপর রাত ১টায় সাগার ফোন করে জানায়, মিল্কিকে কে বা কারা গুলি করেছেসাগর মিল্কির স্ত্রীকে নিয়ে শাহাবুদ্দিন হাসপাতালে যেতে বললে সেখানে যাইসেখানে মিল্কিকে দেখে আমার খারাপ লাগে
উল্লেখ্য, এর আগে এ মামলায় আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে
তারা হলেন-তুহিনুর রহমান, সৈয়দ মোস্তফা আলী রুমি, মোহাম্মদ রাশেদ মাহামুদ, সাইদুল ইসলাম ওরফে নুরুজ্জামান, মোহাম্মদ সুজন হাওলাদার ও জাহাঙ্গীর মণ্ডল
গত ৩১ জুলাই উক্ত আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতবর্তমানে উক্ত আসামিরা রিমান্ডে আছেন

মামা-ভাগ্নীর প্রেম!

সিলেটবার্তা ডেস্ক: প্রেম মানে না কোনো বাধা। মানে না জাতি ধর্ম বর্ণ। কার সাথে কখন প্রেম হয়ে যায় তা বলা মুশকিল। এবার প্রেমের মালা পড়লেন বাহুবলের মামা-ভাগ্নী। অবশেষে পুলিশের খাচার বন্দি হতে হলো ওই প্রেমিক জুটিকে। আলোচিত ওই প্রেমিক রাইপুল মিয়া (২৫) ও প্রেমিকা সালমা আক্তার শান্তা (১৪) কে শনিবার বাহুবল থানায় নিয়ে আসে পুলিশ।
বিবরণে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের আব্দুল গফুরের ভাই আতর আলী বিয়ে করে লাখাই উপজেলার আমানুল্লাপুর গ্রামের লিয়াকত আলীর কন্যা ফারজু বেগমকে। এ সুবাদে স্বাভাবিকভাবেই শ্যালক রাইপুল মিয়া ভগ্নিপতির বাড়িতে আসা যাওয়া করে। এদিকে আতর আলীর ভাই আব্দুল গফুরের কন্যা সালমা আক্তার শান্তার সাথে রাইপুল মিয়ার গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সালমা বাহুবল উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। এরই মধ্যে সালমা ও রাইপুলের প্রেমের বয়স দুই বছর পূর্ণ হয়।
রাইপুল ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করে। রোববার সে ঢাকা থেকে বাড়ি ফিরবে। তাই সালমাকে বলেছে- তুমি সকাল ১০টার মধ্যে বাহুবল পৌছবে। সালমা সকাল ৯টায় বাহুবল থানা গেইট সংলগ্ন একটি দোকানে বসে অপেক্ষা করতে থাকে রাইপুলের জন্য। কিন্তু বেলা ১২ টা পর্যন্ত অপেক্ষা করেও রাইপুল আসেনি। এসময় হঠাৎ হাজির হয় রাইপুলের বন্ধু সদর উপজেলার শরীফপুর গ্রামের তাজুল ইসলাম। সে সালমাকে নিয়ে যেতে চাইলে স্থানীয় জনতার সন্দেহ হয়। বিষয়টি স্থানীয় জনতা পুলিশকে অবগত করলে এসআই দিদার উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে থানায় নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদের নামে তাদের শারীরিক নির্যাতন করেন। এভাবে বিকেল ৪টা পর্যন্ত গড়ায়। এরপর আসল প্রেমিক রাইপুল থানায় হাজির হলে তাকে আটকে তাজুলকে ছেড়ে দেয় পুলিশ। রাত ১০ টার পর প্রেমিক জুটির অভিভাবকগণ থানায় আসলে তারা বিষয়টি মিমাংসার চেষ্টা চালান। রাত
১১টা পর্যন্ত এ নিয়ে থানায় বৈঠক শেষে মোটা অংকের রফাদফার মাধ্যমে প্রেমিকজুটি ছাড়া পায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Saturday, August 3, 2013

প্রবাসী অধ্যুষিত সিলেট নগরীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা


ব্রান্ড,নামের বাহার,বিদেশী পোষাকের দিকে ক্রেতারা


mv‡nj Avng`: C` e‡j K_v | C‡` d¨vk‡bej RvgvKvco bv ci‡j wK P‡j? ZvB‡Zv Gev‡ii C`‡K mvg‡b †i‡L R‡g D‡V‡Q C‡`i †KbvKvUvigRv‡bi kyiæi w`‡K KÕw`‡bi Uvbv niZvj Avi e„wói aKj KvwU‡q wm‡jU bMix‡Z R‡g D‡V‡Q C‡`i evRvi|

D”PweË, ga¨weË Avi wb¤œweË mevB †b‡gwQ‡jb C‡`i †kl gyû‡Z©i †KbvKvUv Ki‡Z| Z‡e cÖwZ eQ‡ii †P‡q Gevi C‡`i Kvc‡o `vg GKUz †ewk e‡jB Rvbv‡jb †µZviv| Avi e¨emvqx‡`i `vwe, Gev‡ii Kv‡jKkb DbœZgv‡bi| `vg h_v_©B ivLv n‡”Q|
nv‡Z‡Mvbv K‡qKw`b ciB cweÎ C`yj wdZi| gymjgvb‡`i me©e„nr G ag©xq Drme mvg‡b †i‡L bMixi wecbx weZvb I eª¨vÛ nvDR¸‡jv‡Z GLb Dc‡P cov wfo| Gi mv‡_ dzUcv‡ZI †jvKmgvM‡gi †Kv‡bv KgwZ †bB|
e¨emvqx‡`i mv‡_ Avjvc K‡i Rvbv †M‡Q Uvbv niZv‡ji Kvi‡b igRv‡bi ïiæi w`‡K e¨emv evwY‡R¨ Pig g›`v †`Lv w`‡qwQj| w`‡b niZvj Avi iv‡Z e„wói d‡j wecv‡K c‡owQ‡jb e¨emvqxiv| wKš‘ MZ 3-4 w`‡b ivR‰bwZK w¯’wZkxjZv I cÖK…wZi AbyK~j AvPi‡Y R‡g D‡V‡Q C‡`i evRvi| wm‡jU bMixi K‡qKwU kwcsgj I AwfRvZ d¨vkb nvDm Ny‡i †`Lv hvq, mKvj †_‡K Mfxi  ivZ ch©šÍ †µZv‡`i Dc‡Pcov wfo| wm‡jU bMixi Avj-nvgiv, eøy-IqvUvi, wmwU †m›Uvimn wewfbœ kwcsgj I bMixi bqvmoK GjvKvi d¨vkb nvDmcvov wn‡m‡e cwiwPZ Avos, gvnv, g‡bvig, Kvwkm, kx, KgjvfvÛvimn mKj d¨vkb nvDm I AwfRvZ kwcsg‡j †µZv‡`i cÖPÛ wfo | Avi Gme kwcsgj¸‡jv‡Z D”PweË †µZvivB †ekx|
bMixi wewfbœ kwcsgj I d¨vkb nvDm¸‡jv‡Z cÖwZeQ‡ii b¨vq GeviI  ZiæYx‡`i Kv‡Q fvi‡Zi RbwcÖq bvwqKv‡`i bv‡gi †cvlvK  cÖvavb¨ cv‡”Q| GB evnvwi bv‡gi Kvco¸‡jvi g‡a¨ Zzgwn-û, cày, AvwkwK-2, †KvYvj, wgbvÿx, AvbviKwj, Lywk, wSwjK-2, Djvjv, gvbex G¸‡jv †ekx wewµ n‡”Q| Gme Kvco 15k †_‡K 20nvRvi UvKvq wewµ n‡”Q| wR›`vevRvi¯’ eøy-IqvUvi kwcs wmwUi e¨emvqx Avjg DwÏb e‡jb, Avgv‡`i †`‡ki gvby‡li Kv‡Q fviZxq wm‡bgv A‡bK †ekx RbwcÖq ZvB bvg e¨envi Kiv nq ïay †µZv‡`i gb †fvjv‡bvi Rb¨| Gev‡ii C‡` Kvc‡oi gvb I wWRvBb‡K †ekx cÖvavb¨ w`‡”Q ZiæY †Q‡jiv| ZvB Zviv QzU‡Qb AwfRvZ d¨vkb nvDm I e¨ªvÛ kc¸‡jvi w`‡K|  
bMixi kwcs gj ¸‡jvi g‡a¨ Avj-nvgiv, eøyIqvUvi, wg‡jwbqvg, wmwU ‡m›Uvi, KvwbR cøvRv, KvRx g¨vbkb, gayeb, ïKwiqv gv‡K©U, KvKjxmn meKÕwU kwcs ‡m›Uv‡i wQj †µZv‡`i cÖPÛ wfo|
†g‡q‡`i kvwoi g‡a g~jZ †bU gmwjb, R‡R©U, A¨vbwU·, eywUKm, RyU KvZvb, A‡civ, Mv‡`vqvb, Rqcyix KvZvb, Rvg`vwbmn mywZ I nvd wm‡éi me ai‡bi kvwoi mgvnvi i‡q‡Q| Gme gv‡K©‡U †g‡q‡`i kvwo 300 †_‡K 70 nvRvi UvKv, †j‡n½v 3 nvRvi †_‡K 50 nvRvi UvKv, w_ªwcm 800 †_‡K 24 nvRvi UvKv, †jwWm d‡Zvqv AvovBk †_‡K †`o nvRvi UvKv, Avb‡iwW w_ªwcm 400 †_‡K 18 nvRvi UvKv, js d«K 500 †_‡K 7 nvRvi UvKvq wewµ n‡”Q|
GQvov gv‡K©‡U †Q‡j‡`i cvÄvex 300 †_‡K 15 nvRvi UvKv, kvU© 350 †_‡K 4 nvRvi UvKv, c¨v›U mv‡o Pvi kÕ †_‡K 7 nvRvi UvKv, d‡Zvqv AvovBk †_‡K 4 nvRvi UvKv, wU-kvU© †`oÕk †_‡K †`o nvRvi UvKvq wewµ n‡”Q| Gme wecbx weZv‡b †cvkvK QvovI †Q‡j I †g‡q‡`i Km‡gwUKm I Ry‡qjvix AvB‡U‡gi †ek KvUwZ i‡q‡Q|
cQ‡›`i Kvco wKb‡Z wkï‡`i AvMÖn mevB‡K Qvwo‡q hvq| GB C‡` ZvB wkï‡`i Kvc‡oi †`vKv‡b fxo wQj †Pv‡L covi gZ|
†µZviv Aek¨ C`‡K mvg‡b †i‡L A‡hŠw³Kfv‡e Kvc‡oi g~j¨ e„w×i Awf‡hvM K‡i‡Qb| G cÖm‡½ C` kwcs Ki‡Z Avmv Ggwm K‡jR QvÎ Ry‡ei Avng` e‡jb, C‡`i Av‡M †cvlvK-Avlv‡Ki `vg ¯^vfvweK _vK‡jI C‡`i mgq e¨emvqxiv wewfbœ †cvlv‡Ki `vg evwo‡q †`b | `vg wb‡q Av‡iv A‡b‡Ki Awf‡hvM _vK‡jI C‡`i K_v †f‡e cQ‡›`i †cvlvKwU †Kbv †_‡K wcwQ‡q †bB †KD|  

 

সিলেট বোর্ডে সেরা ২০ প্রতিষ্ঠান

সিলেটবার্তা: এবারের ২০১৩ এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে সেরা ফলাফল অজর্নকারী শীর্ষ ২০টি প্রতিষ্ঠান হলো- সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এমসি কলেজ,সিলেট সরকারী মহিলা কলেজ, সিলেট কমার্স কলেজ, স্কলার্সহোম সিলেট, দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ শ্রীমঙ্গল, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ, মৌলভীবাজার সরকারি কলেজ, এমসি একাডেমী স্কুল এন্ড কলেজ গোলাপগঞ্জ, সিলেট সরকারি কলেজ, শচীন্দ্র কলেজ বানিয়াচঙ্গ, তৈয়বুননেসা খানম একাডেমী কলেজ বড়লেখা, মদন মোহন কলেজ সিলেট, সুজা মেমোরিয়েল কলেজ কমলগঞ্জ, আলিফ সোবহান চৌধুরী কলেজ, বিশ্বনাথ কলেজ, বিবিয়ানা মডেল কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ ও সিলেট আইডিয়াল কলেজ

ইন্টারনেটে রেজাল্ট বিড়ম্বনা


সিলেটবার্তা ডেস্ক: ইন্টারনেটে ফলাফল পেতে গত বছরগুলোর মতো এবছরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে ফল প্রার্থীদেরকে শনিবার দুপুর ২ টার পর ওয়েবসাইটে ফল পাওয়ার ঘোষণা দেয়া হলেও বাস্তব চিত্র ভিন্ন দেখা গেছে
অনুসন্ধানে দেখা গেছে, দুপুর ২ টার পর থেকে সরকারী বেসরকারী কোন ওয়েব সাইট কাজ করছে নাএছাড়া বিভিন্ন কোম্পানি বিভিন্ন লিংক দিয়ে প্রচারণা চালালেও কোথাও রেজাল্ট পাওয়া যাচ্ছে না
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তভোগীরাএকজন ফল প্রার্থীর বড় ভাই আসাদুজ্জামান আসাদ ক্ষোভ প্রকাশ করে, দুপুর ২ টা থেকে সাইট খুলে বসে আছি কিন্তু ফল দেখা যাচ্ছে নাইন্টারনেটে সঠিক সময়ে রেজাল্ট পেতে তিনি কর্তৃপক্ষকে আরো আন্তরিক হওয়ার আহবান জানান